নগ্ন ফটোশুট, থানায় ডেকে রণবীরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
পেপার ম্যাগাজিনের ফটোশুটে নগ্ন হয়ে আলোচনায় বলিউড তারকা রণবীর সিং। অন্তর্জালের বাইরে আলোচনা-সমালোচনা গড়িয়েছে থানা পর্যন্ত। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে ভারতের বিভিন্ন শহরে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, একটি বেসরকারি সংস্থা এফআইআর দায়েরের পর এই ফটোশুটের জন্য ২২ আগস্টের মধ্যে রণবীরকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বাই পুলিশ। অভিনেতাকে হাজির হতে বলা হয়েছে চেম্বুর পুলিশ স্টেশনে। এই সংক্রান্ত একটি নোটিশ এরই মধ্যে রণবীরের বাড়িতে পাঠিয়েছে পুলিশ।
বেসরকারি সেই সংস্থা পুলিশকে বলেছে, সামাজিক মাধ্যমে পোস্ট করা নগ্ন ছবি দেখে নারী বা পুরুষ যে কেউই লজ্জিত হবেন, যা ভারতের আইন ও শালীনতার লঙ্ঘন।
রণবীর সিংকে আগামীতে ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে, এ ছবিতে তাঁর নায়িকা পূজা হেজ। পরিচালনা করেছেন রোহিত শেঠি। এ ছাড়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে মিস্টার সিংকে।