নতুন জীবন ভালো যাচ্ছে মিমের, নিন্দুকদের কিছু বলার নেই
রাজকীয় আয়োজনে গেল বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের আবেদনময়ী ডিভা ক্যাটরিনা কাইফ। আর বাংলাদেশের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এ বছরের ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।
বাংলাদেশের তারকার খবরে বলিউডের নায়িকা কেন, এ প্রশ্ন থেকে যায়। কিন্তু ভক্তরা ক্যাট ও মিমের বিয়ের আয়োজন দেখে সাজসজ্জাসহ কত কিছুতেই না মিল খুঁজে পেয়েছেন। অন্তর্জালের নিন্দুকেরা বলেছেন, মিম তো ক্যাটরিনাকে নকল করল! তার জবাব দিয়েছেন মিম।
কঠোর নিরাপত্তায় শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে ভোট শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
শুক্রবার ভোট দিতে এফডিসিতে যান চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এ সময় ভোটের পরিবেশ সুন্দর বলে জানান সাংবাদিকদের। বলেন, ‘এফডিসিতে এসে অবশ্যই খুব ভালো পরিবেশ দেখছি। খুবই নিয়ম-শৃঙ্খলার মাঝে, খুব সুন্দরভাবে ভোটের ব্যবস্থা করা হয়েছে।’
বিয়ে প্রসঙ্গে চিত্রনায়িকা মিম বলেন, ‘বিয়ে জিনিসটাই কপি। আপনি যেভাবে বিয়ে করবেন, আমিও সেভাবে বিয়ে করব। সবাই, এখানে যতগুলো মানুষ আছে, সবাই একইভাবে বিয়ে করবে। (নিন্দুকদের উদ্দেশে) আমার কিছু বলার নেই।’
নতুন জীবন কেমন কাটছে? উত্তরে মিম বলেন, ‘অনেক ভালো কাটছে আপনাদের দোয়ায়। ভালো আছি। এটাই সবাই দোয়া করবেন আমার জন্য।’
২০২১ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় বাগদানের খবর দিয়ে বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তার পর প্রেম।
এবারের নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। তবে ভোট দিয়েছেন ৩৬৫ জন। মোট ৮৫.২৮ শতাংশ ভোট পড়েছে। ভোট গ্রহণ শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।