নারীকে কুরুচিপূর্ণ মন্তব্য না করতে মিথিলার ভিডিও বার্তা
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সচেতনতামূলক ভিডিও বার্তা পোস্ট করেছেন। ইউএন ওম্যান বাংলাদেশের ব্যানারে ‘সিক্সটিন ডেইস অব অ্যাক্টিভিজম’ হ্যাশট্যাগ ব্যবহার করে মিথিলা ভিডিওতে বলেছেন, ‘প্রতিটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে এবং ব্যক্তিগত জীবনে তাঁর ভালো লাগা, খারাপ লাগা; তাঁর নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এবং সেই সিদ্ধান্তগুলো হয়তো তাঁর জীবনকেই প্রভাবিত করে, আপনার জীবনকে নয়।’
অনলাইনে নারীকে হয়রানি বন্ধের বার্তায় মিথিলা আরো বলেছেন, ‘কিন্তু আমরা অনেকেই আছি, যাঁরা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহী। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কুরুচিকর কথা বলতে দ্বিধাবোধ করি না। সোশ্যাল মিডিয়াতে নারীকে উত্ত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে।’
ভিডিওর শেষে মিথিলা আরো যুক্ত করেছেন, ‘আমাদের অন্যকে নিয়ে ভাবনাটা বন্ধ করে নিজেকে নিয়ে ভাবনাটা শুরু করতে হবে এবং অন্যের অনুভূতিকে প্রাধান্য দিতে হবে।’
অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা বর্তমানে স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে কলকাতায় অবস্থান করছেন। খুব দ্রুতই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।