নায়ক-নায়িকার ইউটিউব স্বীকৃতি, যা আছে মিমের পরিকল্পনায়
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইউটিউব থেকে দুটি সিলভার প্লে বাটন এসেছে। এই বাটনের একটির গ্রাহক ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ, অন্যজন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
না, এই খবর জানতে বেশিদূর যেতে হয়নি। নায়ক-নায়িকার দুজনেই ইউটিউব স্বীকৃতির কথা জানিয়েছেন অন্তর্জালে। জানিয়ে রাখা ভালো, চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হলেই কনটেন্ট ক্রিয়েটরের ঠিকানায় সিলভার প্লে বাটন পাঠিয়ে থাকে ইউটিউব।
করোনার এই সময়ে ইউটিউবে বেশ সক্রিয় ছিলেন বিদ্যা সিনহা মিম। নিজের প্রযোজনায় নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নিয়েছেন তারকাদের সাক্ষাৎকারও। তাই ইউটিউব থেকে এমন স্বীকৃতির পর মিম এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘খুব ভালো লাগছে। এক-দুই মাসের মধ্যে আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়। আর তার জন্য এই স্বীকৃতি।’
ইউটিউব নিয়ে নিজের পরিকল্পনার কথায় মিম বলেছেন, ‘ভালো কিছু কাজ করার পরিকল্পনা আছে। এখন নিয়মিত শুটিং করছি বলে নিয়মিত কনটেন্ট দেওয়া হচ্ছে না। কিন্তু পরিকল্পনা আছে কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করব, দেশের বাইরে তো এখন ট্যুর করতে পারছি না। আমার খুব ইচ্ছা আছে যখন ট্রাভেল করব, তখন ভ্লগ করব। এ ছাড়া আমি যেমন আমার ডেইলি লাইফ দেখাতে চেয়েছি, সেটা ভবিষ্যতেও দেখা যাবে। এর বাইরে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন করে রেখে দিয়েছি। সিনেমা মুক্তি পেলে এগুলো প্রকাশ করব।’
অন্যদিকে, ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই কিস্তির শুটিংয়ের জন্য বডি ট্রান্সফরমেশনের ভিডিও আপলোড করে ইউটিউবে তুমুল সাড়া ফেলেন আরিফিন শুভ। স্বীকৃতি পাওয়ার পর শুভ ইনস্টাগ্রামের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
ইউটিউব স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে মন্তব্য জানতে শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে এর আগে এনটিভি অনলাইনকে শুভ নিজের ইউটিউব চ্যানেলের পরিকল্পনা ভক্তদের জন্য চমক রাখতে চেয়েছিলেন।
জানা গেছে, আরিফিন শুভ ১১ ডিসেম্বর করোনায় আক্রান্ত হন। ‘কন্ট্রাক্ট’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন শুভ। গত ৯ ডিসেম্বর অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। এদিকে বিদ্যা সিনহা মিম সম্প্রতি অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই’-এর শুটিং শেষ করেছেন।