নিরাপত্তা খুব বেশি, মনে হচ্ছে যুদ্ধ হবে : ইলিয়াস কাঞ্চন
কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সরেজমিনে এফডিসি ঘুরে দেখা গেছে, এফডিসির প্রবেশপথে রয়েছে কঠোর নিরাপত্তা। প্রত্যেককে কার্ড দেখিয়ে প্রবেশ করানো হচ্ছে। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ভোট উপলক্ষে এফডিসিতে আজ ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্পীদের নির্বাচনে এত কড়াকড়িতে নাখোশ সভাপতি পদপ্রার্থী বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি পদপ্রার্থী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপত্তা খুব বেশি। আমি তো পয়লা যখন ঢুকলাম গাড়ি নিয়ে, তখন আমার কাছে মনে হলো যুদ্ধ বোধহয় হবে। এত মানে... সন্ত্রাসী কর্মকাণ্ডেরও বিষয় নেই এখানে। শিল্পীরা আসছে। আরও কম থাকলে ভালো হতো।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের পুরো প্যানেল যদি নির্বাচিত হয়, তবে পুরো ইশতেহার বাস্তবায়ন করব।’
এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই ২১ সদস্যের কমিটির এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছে।
দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্রশিল্পী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।