নির্বাচিত হলে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনব : নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি বলেছেন, তাঁরা (প্যানেল) নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে নিয়ে আসবেন।
গতকাল রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী নিপুণ। আগামী ২৮ জানুয়ারি হতে যাচ্ছে সমিতির ১৭তম নির্বাচন। সেখানে একই প্যানেল নির্বাচন করেছেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।
এক সংবাদ সম্মেলনে নিপুণ আক্তার বলেছেন, ‘এ চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি। কিন্তু এখন চলচ্চিত্র যে অবস্থানে এসেছে, তাতে মনে হচ্ছে—একটা ক্রান্তিলগ্নে এসে আমরা দাঁড়িয়েছি। আমি যে আজ নির্বাচনে দাঁড়িয়েছি, আমি কিন্তু একা কিছু করিনি। আমার পাশে বসে আছেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন, নিরব, ইমন—এঁরা সবাই একেকজন আমার সোলজার (সৈনিক)। তাঁরাই আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। আর, কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এ সময়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন।’
নিপুণ আক্তার আরও মন্তব্য করেছেন, ‘আমরা (প্যানেল) যদি নির্বাচিত হই, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনব। উনি ছাড়া এফডিসিকে বাঁচানো আর সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে দেখাব—উনার বাবার গড়া এফডিসি এখন কী অবস্থায় আছে। আমাদের ৩, ৪ সব ফ্লোর ভেঙে গেছে। আমার মনে হয়, উনাকে যদি এফডিসিতে আনা যায়, উনি যদি এফডিসির বর্তমান অবস্থা দেখেন, তাহলে পুরো এফডিসির চেহারা পাল্টে যাবে।’
সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, নূতন, অভিনেতা রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, নিরব, খোরশেদ আলম খসরু, গাঙ্গুয়া, আফজাল শরীফসহ অনেকে।
ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেলের বিপরীতে মিশা সওদাগর ও জায়েদ খান এবারও একই প্যানেল থেকে নেতৃত্ব দেবেন।