নির্মাণ হচ্ছে ৪০০ বছর আগের সেট, শুটে যাচ্ছে ‘কাজলরেখা’
এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা নির্মাণের চেষ্টা করছিলেন, সেই ‘কাজলরেখা’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে। সিনেমাটি রূপকথার গল্প, প্রায় ৪০০ বছর আগের কাহিনি। সে কারণে লক্ষ্মীপুর এলাকায় এখন চলছে সেই সেট নির্মাণের কাজ।
বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই চিত্রনাট্যের রূপ প্রদান ও সংলাপ বিন্যাস করেছেন পরিচালক নিজেই।
আয়োজনে গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন, ‘১১ বছর আগের চিত্রনাট্যে কাজ শুরু করতে যাচ্ছি ময়মনসিংহ গীতিকার একমাত্র রূপকথা কাজলরেখা অবলম্বনে। সিনেমায় আমরা গরিবি বেচতে চাই না; আমাদের ঐতিহ্য, স্থাপত্য, পোশাক কী ছিল, সম্পর্ক কেমন ছিল ষাট দশকে, সেসব দেখাতে চাই।’
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। অন্যতম প্রধান অপর দুইটি চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেতা শরিফুল রাজ ও রাফিয়াথ রশিদ মিথিলাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন এবং আরও অনেকেই।
নির্মিতব্য এই সিনেমাটি নিয়ে কলাকুশলী ও অভিনয় শিল্পীবৃন্দের মাঝেও কাজ করছে তুমুল উত্তেজনা। জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘কাজটি খুবই কঠিন, থিয়েটারে এ কাজটির একরকম চর্চা আছে। সেই থেকে জানি কাজটি কত কঠিন। তার পরও আমাদের চেষ্টায় কোনো কমতি থাকবে না। সিনেমায় আমাকে অনেক চরিত্রে দেখা যাবে, এটা আমার জন্যও চ্যালেঞ্জ।’
নবাগত মন্দিরা চক্রবর্তীর ভাষ্য, ‘আসলে, আমি এই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড, এটি আমার জীবনের প্রথম বড় পর্দার কাজ। আমি খুবই আনন্দিত, আমার শৈশবের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
সিনেমায় কঙ্কন দাসী হতে যাওয়া মিথিলার ভাষ্য, ‘কঙ্কন দাসী চরিত্রটিই বেশি পছন্দ হয়েছিল। এটা সিনেমার মন্দ চরিত্র। এমন ধরনের চরিত্র আমার এটাই প্রথম, সেলিম ভাইয়ের সঙ্গেও প্রথম কাজ।’
সিনেমাটির গল্পে দেখা যাবে, ৪০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়।