ন্যারেটিভ ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সায়মা স্মৃতি
উনবিংশ শতাব্দীর শুরুর দিকে ন্যারেটিভ চলচ্চিত্রের প্রচলন শুরু হয়েছিল। আন্তর্জাতিকভাবে এই ধরনের চলচ্চিত্রের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বাংলাদেশে এখনও সেভাবে এই ঘরানার চলচ্চিত্র দেখা যায়নি।
তবে আশার খবর হচ্ছে, ‘ভাত’ শিরোনামে বাংলাদেশে একটি ন্যারেটিভ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে, যেখানে ভাতের সংগ্রামের গল্প শোনাবেন তরুণ অভিনেত্রী সায়মা স্মৃতি। সঙ্গে যুক্ত আছেন অভিনেতা জিদান সরকার। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা সাদেক সাব্বিরের।
পরিচালক জানিয়েছেন, ‘অনেক দিন ধরে নতুন কিছু করার ইচ্ছা থেকে বেছে নিই এই ধরনের চলচ্চিত্র। বলতে পারেন এক ধরনের রিস্ক নেওয়া।’
উইন সিক্সফোর প্রোডাকশন হাউসের ব্যানারে জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে শুটিং। তার পর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জমা দেওয়া হবে।