পরিচালকের খুলি উড়িয়ে দেওয়ার হুমকি শাহরুখ ভক্তদের, কারণ...
১৪৯৬ দিন পর শাহরুখ খান ফিরছেন ২৫ জানুয়ারি। বলিউড বাদশাহর ফেরার আয়োজনে আলোচনার সঙ্গে যুক্ত হয়েছে সমালোচনাও।
সূত্রপাত, সিনেমার ‘বেশরম রং’ গান। গানটিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তোলেন বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।এই ইস্যুতে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়ে আটকে রেখেছে ‘পাঠান’।
এই বির্তকে যুক্ত হয়েছিলেন গেল বছরের ভারতের আলোচিত সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
গত সপ্তাহে গানটির ভিডিও শেয়ার করে রসিকতা করে এই পরিচালক ক্যাপশন জুড়েছিলেন, ‘সতর্কবার্তা! এই ভিডিও বলিউড-বিরোধী। একদমই দেখবেন না, যদি আপনি ধর্মনিরপেক্ষ হন।’
এই টুইট ভালভাবে গ্রহণ করেনি শাহরুখ খান ভক্তরা। বিবেকের ইনবক্সে জমা পড়ে থরে থরে মেসেজ, যার একটিতে লেখা, ‘তোর সন্ধানে আছি। বাড়ি গিয়ে খুলি উড়িয়ে দিয়ে আসব, যদি না ওই টুইট ডিলিট করিস।’
সেসব স্ক্রিনশট দিয়ে বিবেক আবার টুইট করেছেন, ‘বাদশা (শাহরুখ) ঠিকই বলেন। সামাজিক মাধ্যম নেতিবাচকতায় ভরে গিয়েছে।’
‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।
আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।
২০২৩ সালের ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।