পরিবেশ ঘোলাটে, ভোটাররা হতাশ করবে না : জায়েদ খান
কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আজ সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বিএফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান বলেন, ‘গেটের বাইরে অযাচিত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা যে কেউ করছে। যেন শিল্পীরা সুন্দরভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই প্রত্যাশা আপনাদের গণমাধ্যমের কাছে। আপনারা বড় শক্তি আমাদের... এমনকি আমার সাথের সহযোগীদের বলেছি, আসার দরকার নেই। আমি বাইরে একটি পরিবেশ দেখলাম খুবই ঘোলাটে টাইপের। ঘোলাটে বলতে অনেক লোকজন, ঝামেলা... শিল্পীদের আসার অবস্থা নেই।’
জায়েদ খান আরও বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা অবশ্যই আছে। ভেতরে র্যাব আছে, পুলিশ আছে। কিন্তু এই ধারাবাহিকতা, ভোট গণনা পর্যন্ত যেন অব্যাহত থাকে, গেটের পরিবেশ যেন অত্যন্ত সুন্দর থাকে, সেটা নিশ্চিত করার জন্য সবার কাছে অনুরোধ করছি... জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে, এটা আমরা আশা করি না।’
নির্বাচনে বিজয়ী হবেন, এ আশাবাদ ব্যক্ত করে জায়েদ খান বলেন, ‘আমরা করোনাকালে এত কাজ করেছি দুজন, ইনশা আল্লাহ, ভোটাররা আমাদের হতাশ করবে না বলে আমাদের বিশ্বাস।’
এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই ২১ সদস্যের কমিটির এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছে।
দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।