পরীর ‘প্রীতিলতা’ সিনেমা কতদূর?
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। গোলাম রাব্বানীর রচনায় তরুণ নির্মাতা রাশিদ পলাশের পরিচালনায় সিনেমাটিতে ‘প্রীতিলতা’ চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি।
গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও, পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়। এরপর দীর্ঘদিন সিনেমাটির শুটিং সংক্রান্ত আর কোনো খবর নেই।
পরীর ‘প্রীতিলতা’ সিনেমা কতদূর? সেই খবর জানতে সিনেমাটির পরিচালক রাশিদ পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যেই সিনেমাটির শেষ লটের শুট শেষ হচ্ছে।
শুক্রবার বিকেলে এনটিভি অনলাইনকে রাশিদ পলাশ জানিয়েছেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী সপ্তাহে সিডিউল ফাইনাল করব। জুলাই-আগস্ট মাসের মধ্যেই সিনেমাটির শুট শেষ হবে আশা করি। এবার শুট হবে ২০ দিন ঢাকা, মানিকগঞ্জ ও চট্টগ্রামে।’
সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরী মণি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।
সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।