‘পরের মেয়ে’র সেঞ্চুরি
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’র শততম পর্ব প্রচার হয়েছে ৩ জানুয়ারি। গেল বছরের জানুয়ারির মাঝামাঝি প্রচার শুরু হওয়া ধারাবাহিকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে। শুধু গৃহে টিভির পর্দায় দর্শক এ নাটক দেখছেন এমন নয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও নন্দিত হচ্ছে। জীবন ও বাস্তবতার গল্প নিয়ে এ ধারাবাহিক নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে নির্মাতা হাবীব শাকিল বলেন, “সুস্থ ধারার পারিবারিক গল্পও যে দর্শকপ্রিয়তা পেতে পারে, ‘পরের মেয়ে’ তার একটি উদাহরণ। আসলে দর্শককে আমরা যা দেখাব, দর্শক তাতেই অভ্যস্ত হবে। তাই প্রত্যেক লেখক, নির্মাতা ও প্রযোজকের উচিত সুস্থ বিনোদনের মাধ্যমে দর্শকরুচি তৈরি করা। একটি ধারাবাহিকে মূল গল্পের পাশাপাশি চরিত্রগুলো যত্ন এবং শক্তিশালী চরিত্র সৃষ্টি করতে পারলে দর্শক দীর্ঘদিন ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকবেন এবং দীর্ঘদিন মনেও রাখবেন। ‘কোথাও কেউ নেই’সহ যত জনপ্রিয় ধারাবাহিক আছে, তার গল্প ও চরিত্রগুলো আজও দর্শকের হৃদয়ে টিকে আছে সে কারণেই।”
হাবীব শাকিল আরো বলেন, ‘আমার পরের মেয়ে ধারাবাহিকে শাশুড়ি চরিত্রে দিলারা জামান, নাজিফা চরিত্রে সাদিয়া জাহান প্রভা, প্রভার বাবার চরিত্রে আল মামুন, অথৈ চরিত্রে মুমতাহিনা টয়া, নক্ষত্র চরিত্রে শাওন, নাজিফার মেয়ের চরিত্রে আরিয়া অরিত্রী, সায়ান চরিত্রে গোলাম কিবরিয়া তানভীর, অফিসের বস আশরাফুল আশীষ, শিল্পী সরকার অপু, গোলাম হায়দার কিসলু, টুটুল চৌধুরী, এলিনা শাম্মীসহ তুফান, নার্গিসকে দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। এর কারণ ভালো গল্প ও শিল্পীদের অভিনয়দক্ষতা।’
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় ‘পরের মেয়ে’ পরিচালনা করছেন হাবীব শাকিল। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা, গোলাম কিবরিয়া তানভীর, দিলারা জামান, মুমতাহিনা টয়া, শাওন ও শিশুশিল্পী আরিয়া অরিত্রী। নাটকে আরো অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর ও হিন্দোল রায়।