পর্ন বানানোর অভিযোগে শিল্পা শেঠির স্বামী রাজ গ্রেপ্তার
পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ।
বলিউড হাঙ্গামা, বলিউড বাবলসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন।
এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।
মুম্বাই পুলিশ আরও জানিয়েছে, তাদের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণাদি রয়েছে। রাজকে ঘটনার ‘মূল চক্রান্তকারী’ বলেও আখ্যা দিয়েছে পুলিশ।