‘পাঠান’ সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ
নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত ১৮ নভেম্বর ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে আলোচিত এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়।
এবার ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘পাঠান’ সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে ২৪ ডিসেম্বর, যেখানে শাহরুখ খান শুটিং করেছেন ২০ দিন এবং দীপিকা পাড়ুকোন শুটিং করেছেন পাঁচ দিন। আর জন আব্রাহাম এখনো সিনেমাটির শুটিংয়ে অংশ নেননি।
এর আগে ভারতীয় পত্রপত্রিকার খবর ছিল, মুম্বাইয়ের পর দ্বিতীয় ধাপের শুটিংয়ের জন্য ‘পাঠান’ টিম অ্যাকশন দৃশ্যের শুটে দুবাই যাচ্ছেন আগামী জানুয়ারিতে। সেখানে অংশ নেবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। শাহরুখের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুবাই যাচ্ছেন বলিউড ভাইজানও। মাত্র ১৫ মিনিটের দৃশ্যের জন্য ১০ থেকে ১৩ জানুয়ারি শুটিংয়ে অংশ নেবেন সালমান। এরপর ‘পাঠান’ টিম যুক্তরাজ্যে উড়ে যাবে ২০২১ সালের শুরুর দিকে এবং জুনের মধ্যে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শেষ হবে।
গুঞ্জন রয়েছে, ‘পাঠান’ সিনেমার জন্য দীপিকা পাড়ুকোন পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি রুপি। এ ছাড়া সিনেমার খলচরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। এরই মধ্যে লভ্যাংশ শেয়ারের চুক্তি সেরেছেন শাহরুখ খান ও যশরাজ ফিল্মস। সেই চুক্তি এমন, ‘পাঠান’ সিনেমা ১০০ কোটি রুপি লাভ করলে ৪৫ কোটি পাবেন শাহরুখ।
২০২১ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে শাহরুখের নতুন এই সিনেমা। যদিও এই সিনেমার সব খবর গোপন রাখতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সে জন্য সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা খবর আসেনি।