পুনম পান্ডের মাথা ফাটিয়ে ফের জেলে স্বামী
বেধড়ক মারধর করেছেন স্বামী—পুলিশের কাছে ভারতের বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে এমন অভিযোগ জানানোর পরই ধৃত স্যাম বোম্বে।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, স্যাম বোম্বেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে শারীরিক নির্যাতন করেছেন স্যাম। অভিযোগ দায়েরের পর অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। মাথা, চোখ ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন পুনম।
এএনআইকে মুম্বাই পুলিশ জানিয়েছে, স্যাম বোম্বের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) অনুযায়ী মামলা করা হয়েছে। মাথা, চোখ ও মুখমণ্ডলে মারাত্মক আঘাত পেয়েছেন অভিনেত্রী।
তবে এই প্রথম স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন না পুনম। গত বছরের সেপ্টেম্বরে একই অভিযোগ তুলেছিলেন। বিয়ের ঠিক ২১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন এই বিতর্কিত নায়িকা।
সেই অভিযোগের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মনোমালিন্য ভুলে স্বামীর সঙ্গে একত্রবাস শুরু করেন পুনম। বলেন, তাঁরা পরস্পরকে পাগলের মতো ভালোবাসেন।