পূজার গানে তাঁরা
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ‘জয় জয় দুর্গা মায়ের জয়’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, জাকিয়া সুলতানা কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। গানটি লিখেছেন সঞ্জীবন চক্রবর্ত্তী ও উজ্জ্বল সিনহা এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কল্পলোকের ব্যানারে উজ্জ্বল রহমান। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিশিষ্ট কোরিওগ্রাফার ঢাকা ললিতকলা একাডেমির সাইফুল ইসলাম। খুব বড় পরিসরে গানটির মিউজিক ভিডিওর শুটিং হবে শতাধিক শিল্পী নিয়ে। দুর্গাপূজা উপলক্ষে ফ্যাশন হাউস বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে খুব শিগগিরই।
গান প্রসঙ্গে বিপ্লব সাহার ভাষ্য, ‘পূজার যে আনন্দ, এ গানে সেই আনন্দই খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। উজ্জ্বল সিনহা দারুণ সুর করেছেন। হৈমন্তী, কর্ণিয়া ও স্বপ্নীল যথেষ্ট আন্তরিকতা নিয়ে গেয়েছেন। খুব কঠিন একটি গান আমরা উজ্জ্বলদার সহযোগিতায় সহজে গাইতে পেরেছি। তাই এটি নিয়ে ভীষণ আশাবাদী আমি।’
জাকিয়া সুলতানা কর্ণিয়া বলেন, ‘প্রথম গান গাইলাম দাদার সঙ্গে। একটা চমৎকার গান হয়েছে।’
স্বপ্নীল সজীব বলেন, ‘বিপ্লব দাদার বিশেষ কিছু কাজ সিগনেচার হয়ে থাকে। আমার বিশ্বাস, এ কাজটিও ঠিক তেমনই একটি সিগনেচার হয়ে রবে।’
হৈমন্তী বলেন, ‘এর আগেও বিপ্লব দাদার পরিকল্পনায় জামাইষষ্ঠীর গান গেয়েছি। জয় জয় দুর্গা মায়ের জয় গানটিও সব মিলিয়ে খুব ভালো হয়েছে।’