প্রচারণায় নেই, নিরবকে ‘অমানুষ’ বলছে শাপলা মিডিয়া
মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার ‘চোখ’ সিনেমার কেন্দ্রীয় অভিনেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। সিনেমাটির কেন্দ্রীয় অভিনেতা চিত্রনায়ক নিরব হোসেন ও নায়িকা শবনম বুবলীর বিরুদ্ধে সিনেমাটির প্রচারণায় অংশ না নেওয়ার অভিযোগ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এই অভিযোগ অস্বীকার করছেন নায়ক-নায়িকা।
শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, সিনেমাটির প্রচারণার জন্য নায়ক নিরবকে পাচ্ছেন না তারা। আর নায়িকা বুবলী অন্তর্জালে অংশ নিলেও বেশ কিছু আয়োজনে নায়ক সঙ্গে না গেলে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনটিভি অনলাইনকে জানিয়েছে, চিত্রনায়ক নিরবের সঙ্গে আর্থিক কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে।
এমন অভিযোগ স্বীকার করে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, ‘আমাদের হিসাবে নিরবের সব টাকা পরিশোধ করা হয়েছে। সে এখন ড্রেসের জন্য ২০ হাজার টাকা দাবি করছে। এ কারণে সে প্রচারণায় অংশ নেবে না। সে চাইলেই তো আমরা এই টাকা দিয়ে দিই। সে শুটিংয়ের সময়ও টাকা নিয়ে এমন ঝামেলা করেছে।’
সিনেমার বেহাল দশায় নিরবের এমন আচরণকে ‘অমানুষ’-এর সঙ্গে তুলনা করেছেন শাপলা মিডিয়ার এই কর্মকর্তা। এনটিভি অনলাইনকে অপূর্ব রায় বলেন, ‘সিনেমার এই বেহাল দশায় আমরাই নিয়মিত সিনেমা নির্মাণ করছি। সেখানে সিনেমার মুক্তির সময় যদি নায়ক এমন আচরণ করে, তাহলে কীভাবে হবে। সে (নিরব) অমানুষ নামে একটা সিনেমা করছে, এই ক্ষেত্রে সে ওই সিনেমার চরিত্র অমানুষের মতো আচরণ করল।’
‘অমানুষ’ সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন, যেখানে নিরবের বিপরীতে অভিনয় করছেন রাফিয়াথ রশিদ মিথিলা।
নায়িকা শবনম বুবলী প্রসঙ্গে অপূর্ব রায়ের ভাষ্য, ‘সে ফেসবুকে পোস্ট দিয়েছে। কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু নায়ক ছাড়া সে একা অংশ নিতে চায় না।’
প্রযোজনা প্রতিষ্ঠানের এসব অভিযোগ প্রসঙ্গে চিত্রনায়ক নিরব হোসেন এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, ‘প্রথম অভিযোগ আমাকে তাঁরা পাচ্ছেন না, কিন্তু কেউ আমার সঙ্গে প্রচারণার জন্য যোগাযোগ করেননি। আর আপনি যে ২০ হাজার টাকার কথা বলছেন, পুরো সিনেমার কস্টিউম আমার; আমি এমন কোনও ড্রেস পরিনি যার দাম ২০ হাজার। এসব বিষয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, যা বলতে চাই না। আর কেউ যদি সিনেমার প্রচারণার জন্য এসব বলে, তাহলে আমার কিছু বলার নেই।’
অভিযোগ প্রসঙ্গে শবনম বুবলীর ভাষ্য, ‘সিনেমা একটা টিমওয়ার্ক। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক বেশি সরব। সবার কাছে ইন্টারভিউ দিচ্ছি। সেখানে প্রযোজনা প্রতিষ্ঠানের আলাদা পরিকল্পনা থাকলে কেন যাব না। বর্তমানে যে শুটিংগুলো করছি, এগুলো অনেক আগের ডেট দেওয়া।’
তরুণ নির্মাতা আসিফ ইকবালের পরিচালনায় ‘চোখ’ সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জিয়াউল রোশান, শবনম বুবলী প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। সিনেমার গল্পে দেখা যাবে, ধনী পরিবারের ছেলে রাকেশ। এই চরিত্রে অভিনয় করেছেন নিরব। সড়ক দুর্ঘটনায় তার দুই চোখই নষ্ট হয়ে যায়। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। তার নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা। এ নিয়েই এগিয়ে যায় গল্প।
সিনেমাটিতে ‘রাকেশ’ চরিত্রে নিরব, ‘জয়’ চরিত্রে রোশান আর বুবলীকে দেখা যাবে ‘রেজনি’ চরিত্রে।