প্রভার চোখে কী খুঁজছেন সজল?
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘তোমার চোখে খুঁজি’।
শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সাদিয়া জাহান প্রভা ও আবদুন নূর সজল। এ ছাড়া অভিনয় করেছেন হাসনাত রিপন, ফাহমিদা শারমিন ফাহমি, জয়নাল জ্যাক প্রমুখ।
নাটকের গল্প এমন—তানফি ও রাতুল স্বামী-স্ত্রী। তারা বেড়াতে গিয়েছে কক্সবাজারে। সেখানে হোটেলে ওঠার পর থেকেই তানফি একটা সমস্যায় ভুগছে। তার মনে হয়, সে যেখানে যায়, সেখানেই এক যুবক তাকে ফলো করে। সে বিষয়টা রাতুলের সাথে আলাপ করে। রাতুল তানফির কথা শুনে প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়। কারণ, তার কাছে মনে হয়, কে তাকে ফলো করবে? কেনই বা করবে? কিন্তু একপর্যায়ে তানফি সেই যুবককে হাতেনাতে ধরে ফেলে।
ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পারে না। তানফি তাকে যত প্রশ্ন করে, সে অবাক চোখে তানফির চোখের দিকে তাকিয়ে থাকে। তানফি ভয় দেখায়। তাতেও কাজ হয় না। যখন তানফি চলে যেতে চায়, তখন যুবকটি বলে, সে তার চোখের খোঁজে এসেছে। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।