প্রিয়াঙ্কাকে লেখা প্রেমের চিঠি নিয়ে নিকের নতুন অ্যালবাম
বি-টাউনের অন্যতম জনপ্রিয় যুগল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাঁদের রূপকথার সেই বিয়ের কথা সবার স্মরণে আছে। লাখো ভক্ত প্রিয়াঙ্কা ও নিককে ভালোবাসে। সামাজিক পাতায় চোখ রাখলেই তাঁদের যুগলজীবনের প্রেমময় নানা মুহূর্ত নজর কাড়বে। একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে দ্বিধাহীন এ দম্পতি।
অ্যাপল মিউজিকের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এবার মার্কিন গায়ক নিক জোনাস জানালেন, তাঁর নতুন অ্যালবাম ‘স্পেসম্যান’ আসলে প্রিয় প্রিয়াঙ্কাকে লেখা প্রেমের চিঠি।
অ্যাপল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে নিক জোনাস জানান, বেশির ভাগ গানই দারুণ প্রেমময় চিঠি। আর এ জন্য তিনি কৃতজ্ঞ; কারণ, এটা প্রিয়াঙ্কাকে খুশি করেছে। প্রিয়াঙ্কার হাসিমুখই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চলতি মাসের শুরুতে ব্রিটিশ সাময়িকী এলেকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্বীকার করেন, বিয়ের আগে একটি চুক্তি করেছিলেন তাঁরা। আর সেটি হলো, মাসে অন্তত একবার তাঁদের একত্র হতে হবে, তা সে যত ব্যস্ততাই থাকুক।
বিয়ের আগে নিকের সঙ্গে চুক্তি প্রসঙ্গে এলেকে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘প্রতি তিন সপ্তাহে আমাদের দেখা হয়। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মাসে অন্তত কয়েক দিনের জন্য আমরা উড়ে যাই। বিয়ের জন্য এটাই ছিল আমাদের নিয়ম। নইলে আমরা কখনো পরস্পরকে দেখতে পেতাম না।’
২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রাজকীয় বিয়ের আয়োজন। সনাতন ও খ্রিস্টান রীতিতে হয় তাঁদের বিয়ে। ভারতের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয় তাঁদের বিয়ের পার্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁরা দারুণ সব ছবি শেয়ার করে নিজেদের ভালোবাসার গল্প ভক্তদের জানান দেন।
কিছুদিন আগে প্রকাশ হয় প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জীবনীগ্রন্থ ‘আনফিনিশড’। শৈশব থেকে এ পর্যন্ত নিজের জীবনের প্রতিটি অধ্যায় সেই বইয়ে বর্ণনা করেছেন। কঠোর পরিশ্রম আর গভীর মনোযোগই ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে জন্ম নেওয়া প্রিয়াঙ্কাকে বিশ্বতারকায় পরিণত করেছে।
গত ১৩ জানুয়ারি সর্বশেষ মুক্তি পায় প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমা, এটির সহ-প্রযোজক তিনি। এতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেন রাজকুমার রাও। রামিন বাহরানি পরিচালিত সিনেমাটি অরবিন্দ আদিগার ‘দ্য হোয়াইট টাইগার’ বই অবলম্বনে নির্মিত।
এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া ‘টেক্সট ফর ইউ’ শিরোনামে একটি রোমান্টিক হলিউড সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি জিম স্ট্রোজের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার ‘এসএমএস ফুর ডিচ’-এর রিমেক।