ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে আরিয়ানের মুঠোফোন
মাদককাণ্ডে গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানসহ অভিযুক্তদের মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য মুম্বাইয়ের গান্ধী নগরের একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ইন্ডিয়া টুডের বরাতে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, আরিয়ানের হোয়াটসঅ্যাপ আলাপচারিতায় ‘অবাক করার মতো এবং অপরাধমূলক’ প্রমাণাদি পাওয়া গেছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গেও সংযোগের অভিযোগ তাদের।
এনসিবি তাদের অভিযান অব্যাহত রেখেছে। আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে তারা। এর মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে। এই মামলায় এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি।
বার্তা সংস্থা এএনআইকে এনসিবির আঞ্চালিক পরিচালক সমীর ওয়াংখেড়ে বলেছেন, ‘আজ আমরা আরও চার জনকে গ্রেপ্তার করেছি। তারা সংগঠিত চক্র। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইবে এনসিবি। মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
গত ৪ অক্টোবর আরিয়ান খানকে ফের জামিন না দিয়ে ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আদালত। মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। সেদিন সন্ধ্যায় মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে এক দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০, ২৭ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।