ফাঁকা আওয়াজ দিই না, দ্রুতই প্রমাণ পাবেন : আরিফিন শুভ
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বলেছেন, তিনি যে ফাঁকা আওয়াজ দেন না, দর্শক তার প্রমাণ দ্রুতই পাবেন।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের এনটিভি স্টুডিওতে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন এই চিত্রনায়ক।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। এর পর আরিফিন শুভ অভিনীত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমা মুক্তির সম্ভাবনা আছে। তার পর মুক্তি পাবে শুভর ‘নূর’।
সিনেমা তিনটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শুভর ভাষ্য, “আমি আমার দর্শকদের উদ্দেশে একটা বার্তা দিতে চাই। আমার পরপর তিনটা ছবি ‘মিশন এক্সট্রিম’, এর পর সম্ভবত ‘বঙ্গবন্ধু’ ও ‘নূর’... ছবি তিনটির গল্প একেবারে তিন ধরনের। আমি যে ফাঁকা আওয়াজ দিই না, সেটার প্রমাণ আপনারা দ্রুতই পেয়ে যাবেন।”
‘নূর’ সিনেমার আর তিন দিনের শুট বাকি। অন্যদিকে, নভেম্বর ও ডিসেম্বরে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুট হবে। আগামী বছর পৃথিবীব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। সেজন্য দ্রুতই মুম্বাইয়ে যাচ্ছেন এই অভিনেতা।
নতুন কাজের আপডেট প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু’ সিনেমার পর দেশের বাইরে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে কাজের কথা চলছে। যদিও স্বভাবসুলভ এখনও সেই প্ল্যাটফর্মের নাম প্রকাশ করতে চান না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।
এ ছাড়া নিজে প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের কাজ প্রসঙ্গে এমন ইঙ্গিত শুভর। যদিও ব্যপারটি রহস্যাবৃত্ত রেখেছেন তিনি। শুভর ভাষ্যে সেটা এমন, ‘এটি আমার জন্য স্কুলিং। এর মাধ্যমে প্রযোজনার অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে প্রযোজনা করলে তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে।’
আর ‘মিশন এক্সট্রিম’ সিনেমা প্রসঙ্গে আরিফিন শুভ বলেছেন,‘৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেলেই দর্শক বুঝতে পারবেন আমরা কী করেছি। নয় মাস এই সিনেমার জন্য কষ্ট করেছি। দেশের ইতিহাসে যেটা কখনওই হয় নাই, সেটা করার চেষ্টা করেছি।’