ফের মাইলস ছাড়লেন শাফিন আহমেদ
এই নিয়ে চতুর্থবারের মত জনপ্রিয় ব্যান্ডদল মাইলসে ভাঙন দেখা দিয়েছে। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য (বেজ গিটার, কণ্ঠ) শাফিন আহমেদ প্রায় চার দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছেন।
শনিবার এক ভিডিও বার্তায় জনপ্রিয় এই সংগীত তারকা এমন ঘোষণা দিয়ে জানিয়েছেন মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না তিনি। এছাড়া শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের গৌরবময় অতীত ধরে রাখতে এখনই ব্যান্ডের কার্যক্রম স্থগিতের আহ্বানও জানিয়েছেন।
ভিডিও বার্তায় শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি। এবং অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে সেটার পিছনে আমার কতটুকু অবদান, সেটা আপনাদের অনেকেই জানেন। তবে, একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান নেই, মাইলসের বর্তমান লাইন আপের সাথে আমার পক্ষে মিউজিকের কোন কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই লাইন আপের সাথে মিউজিক করা থেকে বিরত থাকব।’
নিজের একটা প্রত্যাশা কথা জানিয়ে শাফিন আহমেদ আরও বলেছেন, ‘মাইলস নামটার যেন কোন অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা চল্লিশ বছর উদযাপন করেছি খুব গৌরবজ্জ্বলভাবে। আমরা যদি একসাথে কাজ না করতে পারি তাহলে মাইলসের যে কার্যক্রম তা এখনই স্থগিত করা উচিত। এবং এটাই আমি মনে করি বেস্ট ডিসিশান। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ যেন মাইলস নামটার অপব্যবহার না করে।’
সম্প্রতি স্টেজ শো গুলোতে মাইলসের চার সদস্য হামিন আহমেদ, মানাম আহমেদ, জুয়েল ও তূর্যকে পারফর্ম করতে দেখা গেলেও সেখানে ছিলেন না শাফিন আহমেদ।
এর আগেও মাইলস ছেড়েছেন শাফিন আহমেদ। তখন তিনি ‘রিদম অব লাইফ’ নামের একটি ব্যান্ড করেন।