ফেসবুকে পরিচয়, ফের বিয়ে করলেন নিলয়
ফের বিয়ে পিঁড়িতে বসেছেন অভিনেতা নিলয় আলমগীর। গত মাসের ৭ জুলাই পারিবারিকভাবে প্রেমিকা তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন এই অভিনেতা। আজ এক ফেসবুক স্ট্যাটাসে এ খবর জানিয়েছেন নিলয়।
আজ বুধবার দুপুরে বিয়ে প্রসঙ্গে এনটিভি অনলাইনকে নিলয় আলমগীর জানিয়েছেন, ‘গত বছর ফেসবুকে পরিচয় হয় আমাদের। আমার স্ত্রী গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের অনুষ্ঠান করব।’
দীর্ঘদিন প্রেমের পর নিলয় আলমগীর ২০১৬ সালের ৭ জানুয়ারি অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেন। নানা জটিলতায় সেই সম্পর্কের ইতি টানেন ২০১৭ সালের ১৭ জুলাই।