ফেসবুকে ভাইরাল নিশো-মেহজাবীন, ৫ দিনে কোটি ভিউ
ফেসবুকে বেশ সরব থাকেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে এবার হুট করেই ফেসবুকে ভাইরাল তাঁরা। কারণ, ২০১৮ সালের একটি নাটক; নাম ‘দ্বৈরথ’।
সাজ্জাদ সুমনের পরিচালনায় ২০১৮ সালে এনটিভিতে প্রচার হয় নাটকটি, যার বেশ কিছু ভিডিও ক্লিপ সম্প্রতি এনটিভির ফেসবুক পেজে প্রচার হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এসবের মধ্যে একটি ক্লিপ মাত্র পাঁচ দিনে ১০ মিলিয়ন বা কোটি ভিউ হয়েছে। এ ছাড়া অন্য ক্লিপগুলো ১০ লাখের অধিক দর্শক দেখেছেন।
দুই বছর পর ফেসবুকে এমন ভাইরাল হওয়া প্রসঙ্গে নাটকটির পরিচালক সাজ্জাদ সুমন এনটিভি অনলাইনকে বলেন, “ভিউ মানে দর্শক দেখেছেন। এমন অনেক ভালো গল্পের নাটক থাকে, যার ভিউ হয় না; তাই বলে কি নাটক ভালো না? তবে ভালো গল্পের নাটকের গল্প দর্শক দেখলে ভালো লাগে। তেমনই একটি ভালো গল্পের নাটক ছিল ‘দ্বৈরথ’। আমার ক্যারিয়ারের শুরু এনটিভিতেই। ভালো গল্পে সাড়া পেলে ভালো লাগে।”
নাটকটির গল্পে দেখানো হয়েছে, একজনের নাম জেরিন, অন্যজনের নাম রাকিব। তারা দুজনই ঢাকায় থাকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। কিন্তু কেউ কাউকে চেনে না। দুজনই বাসের সিটের জন্য সমানতালে ঝগড়া করে। বাসের লোকদের সাথেও করে, নিজেদের মধ্যেও করে। কেউ কাউকে ছাড় দেবে না। এর মাঝে মালিকপক্ষের ফোন আসে, মালিকের শ্যালক যাবে সেই সিটে। দুজনই কলার চেপে ধরে কাউন্টারের লোকটার। লোকটি ছাদে চড়ে যাওয়ার উপায় বাতলে দেয়। জেরিনের যাওয়াটা জরুরি। সে ছাদে উঠে যায়। একটি মেয়ে ছাদে করে চলে যাচ্ছে আর রাকিব পারবে না? রাকিবও উঠে পড়ে ছাদে। যাত্রা শুরু করে গাড়ি। এর পরের গল্প জানতে চোখ রাখুন এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।