বক্স অফিসে ধস, ৩ দিনে ৫১ কোটি
বাবা-ছেলে—মেগাস্টার চিরঞ্জীবী ও রাম চরণের নতুন সিনেমা ‘আচার্য’ মুক্তি পেয়েছে ২৯ এপ্রিল। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করলেও দ্বিতীয় দিনে ধস নেমেছে।
ভারতের সংবাদমাধ্যম রিপাবলিকওয়ার্ল্ড ডটকমের খবর, মুক্তির দিন ভালো সংগ্রহ করলেও পরপর দুদিন বক্স অফিসে তেমন সংগ্রহ করতে পারেনি ‘আচার্য’। ভারতের বক্স অফিসে প্রথম দুদিনে সিনেমাটির সংগ্রহ ৪৫.৮০ কোটি রুপি (নেট)। তৃতীয় দিন সংগ্রহ করেছে প্রায় ৬ কোটি রুপি (নেট)। তিন দিনে নেট সংগ্রহ ৫১.৮০ কোটি রুপি।
ফিল্মিবিট ডটকমের খবর, ‘আচার্য’ সিনেমার প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ১৩১.২০ কোটি রুপিতে, যা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্যতম সর্বোচ্চ।
২০১৯ সালের অক্টোবরে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০২০ সালের জানুয়ারিতে প্রধান অংশের শুট শুরু হয়। তবে করোনা মহামারির কারণে শুটিংয়ে বিলম্ব হয়। অবশেষে ২৯ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি।
অ্যাকশন-সোশ্যাল ড্রামা ‘আচার্য’ নির্মাণ করেছেন কোরাতালা শিবা। এতে চিরঞ্জীবী-রাম চরণ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পূজা হেজ ও সোনু সুদ।
টাইমস অব ইন্ডিয়ার খবর, চলতি বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ‘আচার্য’ সিনেমার বাজেট ১৪০ কোটি রুপি। এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, পোসানি কৃষ্ণ মুরালি ও অজয়।
মাটিনি এন্টারটেইনমেন্ট ও কোনিডেলা প্রডাকশন কোম্পানির ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন নিরঞ্জন রেড্ডি ও রাম চরণ।