বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড় কিনলেন যেসব তারকারা
রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। কেউ কেউ একেবারে নিঃস্ব হয়েছেন। এ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের শিল্পী ও শোভিজ অঙ্গনের তারকারা।
এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-চিত্রনায়ক জায়েদ খান, সঙ্গীতশিল্পী কোনাল, জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী সাবিলা নূর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ, গায়ক তাসরিফ খান ও চিত্রনায়িকা পূজা চেরি।
এসব তারকারা অগ্নিকাণ্ডের পর থেকে বিভিন্ন সময় তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৫ এপ্রিল) ফেসবুক পোস্টে অভিনেতা জায়েদ খান লিখেছেন, ‘বঙ্গবাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে যাচ্ছি আমি। আপনার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে পাশে থাকুন। এবারের আমাদের ঈদের খরচ বাঁচিয়ে না হয় এইসব সর্বস্বহারা মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
জায়েদ খানের পর বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে ঈদের জামা কিনেছেন সঙ্গীতশিল্পী কোনাল। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
সেখানে তিনি লেখেন, ‘আমার ঈদের জামা কিনেছি। বিদ্যানন্দ থেকে কাল রাতেই কিনেছি। এই জামার মূল্য এক লাখ টাকা যাবে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের কাছে।’
তিনি আরও লেখেন, ‘জামাটা হাতে নিয়ে অনুভব করার চেষ্টা করেছি, সেই মানুষগুলোর হাহাকার, কান্না ও নিঃস্ব হয়ে যাওয়ার বেদনা। পবিত্র রমজান মাসের এই ভয়াবহ দুর্ঘটনা আর যেন কোনোদিন আল্লাহ আমাদের না দেখায়। আমাদের যা কিছু আছে, তা দিয়ে যেন আমরা আমাদের আসে পাশের সবাইকে নিয়ে একসঙ্গে খেতে পারি, পরতে পারি, বাঁচতে পারি। যার যা আছে তা দিয়েই চলুন সবাই সবার পাশে দাঁড়াই। রিজিকের মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামীন। আমরা যেন মালিকের উসিলা হতে পারি কারো পাশে দাঁড়াবার। আমিন।’
একই দিন বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে আগুনে ঝলসে যাওয়া জিন্সের প্যান্ট ১ লাখ টাকায় কিনেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিদ্যানন্দের পেজে পোস্টে লেখার শিরোনাম নাম হচ্ছে, ‘পোড়া জিন্সের দাম এক লাখ টাকা!’
এরপর পোস্টে লেখা হয়েছে, কর্মচারীদের বেতন-বোনাস না হলে ঈদ করবে কিভাবে? সারা বছরের ব্যবসা যে সময়ে হয়, সে সময়ে আগুনে এই সংসারগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে। জনপ্রিয় অভিনেতা অপূর্ব এক লাখ টাকায় একটা জিন্স কিনে নিলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকানীদের স্বার্থে। পোড়া কাপড়টিই এবারের ঈদের সবচেয়ে সেরা কালেকশন হিসেবে থেকে যাবে তার।
জিয়াউল ফারুক অপূর্বের পর পোড়া কাপড় কিনেছেন নিপুন আক্তার। বৃহস্পতিবার (৬ এপ্রিল) চিত্রনায়িকা নিপুণ আক্তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন।
সঙ্গে তিনি লিখেছেন, ‘একটি কাপড় কিনেছি, আপনিও বঙ্গবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। বিদ্যানন্দকে ধন্যবাদ।’
এরই ধারাবাহিকতয় বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য ১ লাখ টাকায় পোড়া শাড়ি কিনলেন অভিনেত্রী সাবিলা নূর।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে তাঁদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা।’
সাবিলা নূর বলেন, ‘হয়তো আমার মতোই মেয়ে আছে তাদের। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে তাদের। তার সে স্বপ্নটা যেন না ভাঙে, ঈদের আগে দুঃখে যেন না থাকে।’
সাবিলা নূরের পর চিত্রনায়ক ফেরদৌস আহমেদ একটি কাপড় কিনে বঙ্গবাজারের অসহায় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একটি কাপড় কিনে আপনি বঙ্গবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। বিদ্যানন্দ কে ধন্যবাদ।’
এরপর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তিনি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দের মাধ্যমে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে বিষয়টি তার ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।
এ পোস্ট তিনি জানিয়েছে, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন অজস্র ব্যবসায়ী। বরাবরের মতোই বিদ্যানন্দ এগিয়ে এসেছে এই মানুষগুলোর পাশে সাহস যোগাতে।’
সিয়াম আর লেখেন, ‘আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, কিনে নিয়েছি পুড়ে যাওয়া একটি কাপড়। আপনিও এগিয়ে আসুন প্লিজ! মনে একটুখানি এমপ্যাথি, বুকে একটু সাহস, আর হাতে হাত ধরে লড়ে যাওয়ার চেষ্টা- এইতো, সবাই মিলেই তো বাংলাদেশ!’
এদিকে শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় বিদ্যানন্দের পেজের এক স্ট্যাটাসে লেখা হয়েছে, বঙ্গবাজারের পোড়া কাপড় চড়া দামে কিনে নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।
এরপর পোড়া কাপড় কিনলেন গায়ক তাসরিফ খান। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তাসরিফ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেখানে তিনি লেখেন, ‘আমার জীবনে কেনা সবচেয়ে দামী পোশাক! বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একজন ব্যবসায়ীর পুড়ে যাওয়া দোকান থেকে সরাসরি এই পোশাকটি আমি ব্যক্তিগত অর্থায়নে ১ লাখ টাকা দিয়ে ক্রয় করেছি।’
তিনি আরও লেখেন, ‘এদিকে দেশবাসীর থেকে এখন পর্যন্ত মোট ফান্ড এসেছে ৩১ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা, যেখান থেকে ১৫ জন সর্বস্ব হারানো ব্যাবসায়ীকে আমরা ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা বুঝিয়ে দিয়েছি । ফান্ডের বাকি টাকা সঠিকভাবে বণ্টন করার লক্ষে বেশ সময় নিয়ে চলছে আমাদের যাচাই-বাছাই কার্যক্রম। আমরা কোনও তাড়াহুড়ো করতে চাচ্ছি না। শিঘ্রই আপনাদের পরবর্তী আপডেট জানিয়ে দেবো।’
সবশেষ রবিবার (৯ এপ্রিল) রাতে পোড়া কাপড় কিনেছেন অভিনেত্রী পূজা চেরী। আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান বিদ্যানন্দের মাধ্যমে এ পোড়া কাপড় কিনেছেন। বিষয়টি জানা গেছে বিদ্যানন্দের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস থেকে।
বিদ্যানন্দের পেজের স্ট্যাটাসে লেখা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরী বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন। কর্মচারীদের ঈদের আনন্দ যেন মাটি না হয়। তাদের কজনের ঘরে যদি এই কাপড় কেনার মাধ্যমে যেতে পারি তবে আমার দিনটাই সার্থক।
স্ট্যাটাসে আরও লেখা রয়েছে, সমাজের সর্বস্তরের মানুষকে আমরা যুক্ত করতে চাই যে কোনো দুর্যোগে। আস্থার একটা জায়গা থাকুক সবার, এটাই বিদ্যানন্দের চেষ্টা।
শোভিজ অঙ্গনের এসব তারকা ও শিল্পীদের এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহ্ববা দিচ্ছেন। এর আগে পোড়া কাপড় কিনেন তাহসান, বুবলী ও মিম।