বাংলাদেশের লড়াই করা বিভাগে পুরস্কার জিতল রাশিয়া
বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে প্রথমবার নাম লেখায় বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবে প্রদর্শনীর পর থেকে মুগ্ধতায় ভাসলেও এই বিভাগের কোনো পুরস্কার ঘরে তুলতে পারেনি বাংলাদেশ।
গতকাল ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর আঁ সার্তেইন রিগার্দ বিভাগের পুরস্কার ঘোষণা করেছে কান কর্তৃপক্ষ। যেখানে সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রুশ ড্রামা ‘আনক্লেচিং দ্য ফিস্টস’। স্পেশাল মেনশন পুস্কার জিতেছে তাতিয়ানা হুয়েজোর ‘নোচে দে ফুয়েগো’ (প্রেয়ার্স ফর দ্য স্টোলেন)।
এই বিভাগে সেরা মৌলিক পুরস্কার জিতেছে ‘ল্যাম্ব’ (ভ্লাদিমির জোহানসন), সাহসী কাজ হিসেবে পুরস্কার পেয়েছে ‘লা সিভিল’ (তেওডোরা আনা মিহাই), সেরা পারফরম্যান্স পুরস্কার ‘বোনে মেরে’ (হাফসিয়া হার্জি) আর সেরা জুরি পুরস্কার পেয়েছে ‘গ্রেট ফ্রিডম’ (সেবাস্তিয়ান মাইস)।
আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনায় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী। এটি সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।
প্রোটোকল ও মেট্রো ভিডিয়োর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার। সিনেমাটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।