বাংলার প্রেমিক প্রফেসর হয়ে আসছেন মারজুক রাসেল
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ যুক্ত হয়েছেন অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে শুটিংও শেষ করেছেন তিনি। নাটকটিতে মারজুক হাজির হবেন একজন প্রেমিক অধ্যাপক হয়ে।
এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে নির্মাতা মাহমুদুর রহমান হিমি আজ সোমবার দুপুরে বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই ধারাবাহিক নাটকে ছোট পর্দার সব তারকা অভিনয় করবেন। সেই ধারাবাহিকতায় এবার যোগ দিলেন মারজুক রাসেল। তিনি আমার হাউসে হাজির হচ্ছেন বাংলার একজন অধ্যাপক হিসেবে। সেইসঙ্গে তিনি একজন প্রেমিক পুরুষও। এর আগে মারজুক ভাইকে এমন চরিত্রে দেখা যায়নি। খুব দ্রুতই তাঁর পর্বগুলো প্রচার হবে। আশা করি, নতুন এই মারজুক রাসেলকে দর্শকের খুব ভালো লাগবে।’
ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।