বাবাকে কখনও হারতে দেখিনি, খুব টেনশন হচ্ছে : দীঘি
কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার সকাল ৯টা, শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রথম ভোট দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া এবার মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন।
ভোট দিয়ে সাংবাদিকদের দীঘি বলেন, ‘আমি ভোটার কার্ড নিয়ে ঘুরতেছি। ঘুরতেছি কারণ, এটাই আমার খুব মজা লাগতেছে। প্রতিবার আমি আসতাম, আমি এখানে বাবার জন্য ভোট চাইতাম এবং দাঁড়িয়ে থাকতাম, এতটুকুই। এবার মানুষ আমার কাছে ভোট চাইবে।’
দীঘি আরও বলেন, ‘এবার একটু বেশি টেনশন কাজ করেছে। প্রতিবারই হয়। প্রতিবারই হয় এই টেনশনটা। এবার কেন জানি দায়িত্ব থেকে একটু বেশি টেনশন কাজ করেছে। হার-জিৎ তো অবশ্যই আছে। বাবাকে আমি কখনও হারতে দেখিনি। হয়তো বা খুবই কম জিনিসটা। একবার হয়েছে মে বি, মোস্ট প্রবাবলি। একবার কি দুবার এরকম হয়েছে। হার-জিৎ তো আছেই। বাবা না আসলে যে আসবে, তার কাছে আমি এতটুকু প্রত্যাশা রাখি, সে যাতে বাবার মতোই থাকে।’
এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে, সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই ২১ সদস্যের কমিটির এ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছে।
দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর, মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।