বাবার ফিটনেস কোচের সঙ্গে প্রেমের গুঞ্জন স্বীকার করলেন আমিরকন্যা
বাবা আমির খানের ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কন্যা ইরা খান। এমন গুঞ্জন বেশ লম্বা দিনের। অন্তর্জালে একে অপরের সঙ্গে ছবি শেয়ার করলেও তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি এই প্রেমিক-প্রেমিকা।
অবশেষে, এবাবের প্রমিজ ডে-তে এসে নিজের প্রেমের কথা স্বীকার করেছেন আমিরকন্যা। ইনস্টাগ্রামে ১১ ফেব্রুয়ারি এই স্টার কিড প্রেমিক নূপুর শিখরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশন জুড়েছেন, ‘তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজে সম্মানিত বোধ করছি।’
শুধু তাই নয়, হ্যাশট্যাগে ‘ড্রিম বয়’, ‘কাপল গোলস’, ‘মাই ভ্যালেন্টাইন’-এর মতো শব্দও যুক্ত করেছেন আমিরকন্যা। এর আগেও প্রেম নিয়ে আলোচনায় এসেছেন ইরা। মিশাল কৃপলানির সঙ্গে ইরার জম্পেশ প্রেমকাহিনি জানেন বি-টাউনের সবাই। কিন্তু দুর্ভাগ্যজনক, কদিন আগে ভেঙে যায় তাঁদের মধুর সম্পর্ক।
নূপুর শুধু আমির খানের ফিটনেস কোচই নন, ইরা খানেরও কোচ। এর আগে একাধিক ফিটনেস ভিডিও প্রকাশ করেছেন ইরা।