বাবার সঙ্গে ২ মিনিট কথা বলে হু হু করে কাঁদলেন আরিয়ান
মাদককাণ্ডে গ্রেপ্তার আরিয়ান খান বাবা বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। টেলিফোনে দুই মিনিটের মতো কথা বলার সময় আরিয়ান কান্নায় ভেঙে পড়েন।
ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি সূত্রে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। গণমাধ্যমটির দাবি, এনসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আরিয়ান খান চার বছর ধরে মাদক সেবন করছেন।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর গতকাল রোববার বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সন্ধ্যায় মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে এক দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
আজ বিকেলে আরিয়ানের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ খান।
টাইমস অব ইন্ডিয়ার খবর, এনসিবির দাবি, তারা ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও ৫ গ্রাম মেফেড্রোন এবং নগদ এক লাখ ৩০ হাজার রুপি জব্দ করেছে।
আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ২৭ নম্বর ধারায় মামলা করা হয়েছে। অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২০ হাজার রুপি জরিমানাসহ কারাদণ্ড হতে পারে।