বিজয় দিবসে অনলাইনে বিনামূল্যে দেখা যাবে ‘শুনতে কি পাও!’
মহান বিজয় দিবসের রাতে প্রদর্শন হতে যাচ্ছে নির্মাতা কামার আহমাদ সাইমনের জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারবিজয়ী চলচ্চিত্র ‘শুনতে কি পাও!’। জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির উদ্যোগে আজ রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম ভিমিওতে সিনেমাটির লিঙ্ক সবার জন্য উন্মুক্ত থাকবে।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, অনলাইনে এই বিশেষ প্রদর্শনীর পর রাত সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির ফেসবুক পেজ এবং অফিশিয়াল ইভেন্ট থেকে এই লাইভ আড্ডায় যুক্ত হবেন কামার আহমাদ সাইমন। লাইভে যুক্ত হয়ে দর্শকও করতে পারবেন প্রশ্ন, দর্শকের প্রশ্ন উপস্থাপকের মাধ্যমে পৌঁছে যাবে কামার আহমাদ সাইমনের কাছে, যার উত্তর দেবেন তিনি।
‘শুনতে কি পাও!’ আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন, গুগল টিভি, আইটিউনসে পাওয়া গেলেও দেশের দর্শকের জন্য উন্মুক্ত করতে আলোচনায় ছিল নেটিজেনদের মধ্যে। সেই সূত্রে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির উদ্যোগে এই আয়োজন।
‘শুনতে কি পাও!’ চলচ্চিত্রটি বিনামূল্যে দেখা যাবে এই লিঙ্কে : https://bit.ly/3oWjJka