বিজয় দিবসে হলে মুক্তিযুদ্ধভিত্তিক দুই নতুন সিনেমা
মহান বিজয় দিবসে দেশের সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। একটি কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’, আরেকটি মিজানুর রহমান শামীম পরিচালিত ‘৭১ এর একখণ্ড ইতিহাস’
মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জয় বাংলা’ সিনেমাতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, কাজী হায়াত প্রমুখ। দেশের ১৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। ২০২০-২১ অর্থ বছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘জয় বাংলা’।
অন্যদিকে, চিত্রনায়ক রুবেল অভিনীত ‘৭১ এর একখণ্ড ইতিহাস’ সিনেমা মুক্তি পেয়েছে দেশের ৭টি সিনেমা হলে।
‘৭১ এর একখণ্ড ইতিহাস’ সিনেমার পরিচালক মিজানুর রহমান শামীম বলেন, ‘সিনেমা হলে মুক্তিযুদ্ধের ছবি নিতে চায় না। কারণ, হলে নাকি মুক্তিযুদ্ধের ছবি চলে না। কিন্তু আমি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক দায়বদ্ধতা আছে।’