বিদ্যুতের কমান্ডো স্টাইলে বাগদানের ঘোষণা!
এই কিছুদিন আগে তাজমহল ভ্রমণের ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছিল বলিউড অভিনেতা বিদ্যুৎ জামাল ও ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির। গুঞ্জন উঠেছিল, এ যুগল বাগদান সেরেছেন। সেই গুঞ্জন যে সত্য, তা আজ সামাজিক পাতায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিদ্যুৎ।
আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেদের ছবি প্রকাশ করে বিদ্যুৎ জানিয়েছেন, ১ সেপ্টেম্বর ফ্যাশন ডিজাইনার নন্দিতার সঙ্গে আংটিবদল করেছেন। ক্যাপশন জুড়েছেন, ‘এটা কি কমান্ডো স্টাইলে ছিল?’ ঘোষণার পর থেকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন ‘কমান্ডো’ তারকা।
বলিউড বাবলের খবর, ১ সেপ্টেম্বরে বাগদান সেরেছেন বিদ্যুৎ জামাল। কিন্তু বন্ধু সিদ্ধার্থ শুক্লাকে হারানোর ব্যথায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া থেকে বিরত ছিলেন।
২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতের ছোট পর্দার তারকা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। ভক্ত ও শুভানুধ্যায়ীরা এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি।
বিদ্যুৎ জামাল এখন তাঁর ‘খুদা হাফিজ’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ব্যস্ত রয়েছেন। এর নাম রাখা হয়েছে ‘খুদা হাফিজ : চ্যাপ্টার টু’। সিনেমাটি পরিচালনা করছেন ফারুক কবির।