বিপন্ন সময়ে ‘কাশফুলের শহর’ দেখাল শিরোনামহীন
দেশের জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন তাঁদের ইউটিউব চ্যানেলে ‘কাশফুলের শহর দেখা’ শিরোনামের একটি গান প্রকাশ করেছে। দলনেতা জিয়াউর রহমানের কথায় গানটির সুর করেছেন কাজী আহমেদ শাফিন। আর কণ্ঠে শেখ ইশতিয়াক। পুরো আয়োজনটিতে সঙ্গে ছিলেন অন্য সদস্যেরাও।
গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন নাঈমুল বেনিন। এতে বিশেষ চমক হিসেবে দেখা গেছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী নওশাবাকে।
গানটি প্রসঙ্গে দলনেতা জিয়াউর রহমানের ভাষ্য, ‘গানটির মাধ্যমে শ্রোতাদের কাছে একটি বার্তাই দিতে চেয়েছি—এই বিপন্ন সময়েও আশা আমাদের বাঁচিয়ে রাখে। আশাটাকে বাঁচিয়ে রাখা খুব জরুরি।’
সবর্শেষ গেল বছরের ৩০ মে ‘এই অবেলায়’ শিরোনামের গান মুক্তি দিয়েছিল শিরোনামহীন।