বিমানবন্দরে সালমানকে আটকানো সেই নিরাপত্তারক্ষীকে পুরস্কার
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের জন্য রাশিয়ায় উড়াল দেন। তবে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে এক কাণ্ড ঘটে। নিরাপত্তার স্বার্থে সেখানে এক সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) অফিসার তাঁকে থামান এবং নিয়ম মোতাবেক তল্লাশি করেন।
এর পরেই গুঞ্জন রটে, সেই সিআইএসএফ কর্মকর্তা সমস্যায় পড়তে পারেন। তবে এক টুইটে সিআইএসএফ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই কর্মকর্তাকে তাঁর কর্মনিষ্ঠার জন্য পুরস্কৃত করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস ও ফিল্মিবিটের খবর, সালমান খান যখন বিমানবন্দরের সিকিউরিটি জোন পেরোতে যাবেন, এমন সময় তাঁকে বাধা দেন দায়িত্বে থাকা এক সিআইএসএফ কর্মকর্তা। পেশাদার ভঙ্গিতে বলিউড সুপারস্টারকে থামিয়ে ওই কর্মকর্তা নির্দেশ দেন তিনি যেন বিমানবন্দরের ভেতরে প্রবেশের আগে নিরাপত্তা সম্পর্কিত সমস্ত নির্দেশ পালন করেন। নিরাপত্তারক্ষীর কথা মতো সবকিছু মেনে বিমানবন্দরে প্রবেশ করেন সালমান।
এ ঘটনার পরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, সালমান খানকে যে নিরাপত্তারক্ষী বাধা দিয়েছেন, তিনি শাস্তির মুখে পড়েছেন।
অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সিআইএসএফ জানিয়েছে, ‘যে খবর ঘুরছে, তা সঠিক নয়। বরং যে কর্মকর্তাকে নিয়ে কথা হচ্ছে, তাঁকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে ডিউটির ক্ষেত্রে, তাঁর কর্মনিষ্ঠার জন্য।’
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ পরিচালনা করছেন মনীশ শর্মা। এতে সালমানের নায়িকা ক্যাটরিনা কাইফ। তিনিও এখন রাশিয়ায়।