‘বিলাপ’ : ট্রেইলারে প্রশংসা, বাড়াচ্ছে আগ্রহ
হঠাৎ করে ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষক খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোনো ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ ‘বিলাপ’।
সম্প্রতি একঝাঁক তারকা অভিনীত এই ওয়েব সিরিজটি ট্রেইলারে মুক্তি পেয়েছে। ফেসবুকে শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ ও পেজ ঘেঁটে বলা যায়, দুই মিনিট ৪২ সেকেন্ডের সেই ট্রেইলারে অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে সেই সঙ্গে সিরিজটি নিয়ে আগ্রহ জাগছে দর্শকমনে।
সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)-এর কাহিনি ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। যৌথভাবে সিরিজটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। অন্তর্জালে সিরিজটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া নজরে এসেছে সানী সানোয়ারেও।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় বলছিলেন, ‘ট্রেইলারে নিয়ে দর্শকদের যে আগ্রহ তা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। সেই সঙ্গে ভয়ও হচ্ছে সিরিজটির সবগুলো পর্ব দর্শকের এই প্রত্যাশার মেটাতে পারবে কি না। তবে আমাদের জায়গা থেকে আমরা পুরোপুরি আশাবাদী। আমাদের দেশে বর্তমানে ওয়েবের একটা ধারা চলছে; আমরা এই সিরিজে একটু ভিন্নভাবে গল্প বলার চেষ্টা করেছি।’
‘বিলাপ’ ওয়েব সিরিজে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও শবনম ফারিয়ার। ট্রেইলারে শরিফুল রাজের অভিনয়ও দর্শকমনে বিশেষ স্থান পেয়েছে।
এনটিভি অনলাইনকে শরিফুল রাজ বলেন, ‘আমার চেষ্টা থাকে প্রতিটি চরিত্র ধারণ করে সময় নিয়ে কাজ করার। ট্রেইলারে প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন অনেকেই। আশা করছি, দর্শকরা আছো একটা ভালো কাজ উপভোগ করতে পারবেন ঈদে।’
ওয়েব সিরিজিটিতে জাকিয়া বারী মম ও রুনা খানকে ব্যতিক্রমধর্মী দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এছাড়া আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইন্তেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত (স্পেশাল অ্যাপেয়ারেন্স) এবং আরো অনেক।
ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ওয়েব সিরিজটি ঈদের পরের দিন ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ দেখা যাবে।