বিয়ে ১৪ এপ্রিল, হানিমুন সুইজারল্যান্ড না আফ্রিকায়?
এপ্রিলে কাপুর পরিবারের বধূ হচ্ছেন আলিয়া ভাট—এমন জোর গুঞ্জন বলিউডপাড়ায়। আলোচিত এই বিয়ের ভেন্যু ও সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও কাপুর ও ভাট পরিবার বিয়ে নিয়ে টুঁ শব্দটি করছে না।
বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, আর কদিন পরেই প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিভিন্ন গণমাধ্যম বলছে, তাঁদের বিয়ের তারিখ ১৭ এপ্রিল। তবে বলিউড হাঙ্গামা নিশ্চিত করে বলছে, এ যুগলের বিয়ে ১৪ এপ্রিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ এপ্রিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে বেশ গোপনীয়তায় রণবীর-আলিয়ার বিয়ে হবে। এ যুগলের একজন ঘনিষ্ঠ বন্ধু বলিউড হাঙ্গামার প্রতিবেদককে বলেছেন, ১৪ এপ্রিল আলিয়ার বাসভবনে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। বিয়েতে উপস্থিত থাকবেন এ যুগলের পরিবারের নিকট-সদস্যরা। পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যায় আলিয়া ও রণবীরের সৌজন্যে হবে ফ্যামিলি ডিনার, যেখানে পরিবারের আরও সদস্য যুক্ত হবেন। আর ১৬ এপ্রিল আয়োজন হবে রিসেপশনের, যেখানে আলিয়া-রণবীরের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিমন্ত্রণ করা হবে।
অন্যদিকে, ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য বি-টাউন। অন্তর্জালে এ নিয়ে আলোচনার অন্ত নেই। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে।
কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাঁদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন।
রণবীর ও আলিয়া আফ্রিকার সাফারি খুব পছন্দ করেন। এর আগে তাঁরা সেখানকার নৈসর্গিক সৌন্দর্যের বিভিন্ন স্থানের স্থিরচিত্র অন্তর্জালে প্রকাশ করেছেন।
তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।
তবে টাইমস অব ইন্ডিয়া বলছে, ১৩ এপ্রিল মেহেদির মাধ্যমে বিয়ের আয়োজন শুরু হবে। এরপর হলুদ ও সংগীত এবং এর পরেই বহুল প্রতীক্ষিত বিয়ে হবে আর কে হাউসে।
রণবীর-আলিয়ার বিয়ের খবর প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে। তবে ভারতীয় পত্রপত্রিকায় সয়লাব তাঁদের নানা খবর। অবশ্য বলিউড সেলেবদের বিয়ের আয়োজন নিয়ে লুকোচুরি এটাই প্রথম নয়।