ব্যান্ডদল ‘মরুভূমি’র ১৪ বছর, আসছে নতুন ৫ গান
ক্লাসিক রক ধাঁচের ব্যান্ডদল ‘মরুভূমি’ ১৪ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সম্প্রতি। এই আয়োজনে ব্যান্ডদলটি জানিয়েছে, খুব শীঘ্রই আসছে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ফাঁকিবাজ’ এর নতুন ৫ টি গান।
অ্যালবামটিতে ভিন্ন ধারার মোট ৮টি গান থাকছে। প্রথম তিনটি গান ‘কি আশাতে’, ‘ফাঁকিবাজ’ ও ‘সখি’ প্রকাশিত হয়েছে। আগামী মে মাস থেকে নিয়মিত অল্প বিরতিতে নতুন আরও ৫টি গান প্রকাশের ঘোষণা দিয়েছে ব্যান্ডদলটি।
‘মরুভূমি ইজ ব্যাক’ এই স্লোগান দিয়েই ছোট বেলার বন্ধুদের সমন্বয়ে গড়া ব্যান্ডের প্রতিষ্ঠাতা ৪ জন সদস্য শফিকুল আলম সাইফ (ভোকাল), নাজমুল হাসান সরকার প্লাবন (কিবোর্ড) , শহিদুল আলম সুজন ( গিটার), মাহবুবুর রহমান মামনুন (গিটার)।
‘মরুভুমি’ ব্যান্ড যাত্রা শুরু করে ২০০৯ সালে। প্রথম অ্যালবামের প্রত্যেকটি গানেই ছিল নিজস্ব স্বকীয়তা এবং আধুনিকতার ছোঁয়া। মরুভূমির প্রথম অ্যালবাম ‘জীবনের স্রোতে’ প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে। প্রথম প্রকাশিত গান ‘প্রতিক্ষার প্রহর’ (২০০৯) যে গানটির জনপ্রিয় লাইন ‘তোরে মন দিয়া, মন দিয়া, আগুন জালাই যে মনে মন এর আগুন মন এ জ্বলে রে’ ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।