ভালোবেসেছেন বা ব্যর্থ হয়েছেন? দেখুন ‘তালাশ’
মঙ্গলবার সন্ধ্যায় ঝলমলে কালো পোশাকের সঙ্গে চুলে লাল একটা গোলাপে নজর কাড়লেন ঢালিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলী।
রাজধানীর একটি হোটেলের বলরুমে উপস্থিত হয়ে নায়িকা বলেছেন, ‘এটা একটি সমসাময়িক সিনেমার গল্প। যাঁরা ভালোবেসেছেন, কিংবা যাঁরা জীবনে ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন; তাঁদের সবার জন্য এই সিনেমাটি। এ ছাড়া যাঁরা মিউজিক ভালোবাসেন, তাঁদের কাছে ছবিটি খুব ভালো লাগবে।’
বুবলী যে সিনেমার কথা বলেছেন, সেটি প্রেমিক-নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্প; নাম ‘তালাশ’। মুক্তি পাবে আগামী শুক্রবার (১৭ জুন)। এই সিনেমায় বুবলীর নায়ক আদর আজাদ, এটি তাঁর প্রথম সিনেমা। পরিচালক সৈকত নাসির। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে গল্প তৈরি করেছেন সৈকত নাসির ও আসাদ জামান এবং সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
নায়ক হতে যাওয়া আদর বেশ উচ্ছ্বসিত। বলছিলেন, ‘জার্নিটা অনেক লম্বা। মিশ্র অনুভূতি কাজ করছে। ভয় আছে আবার ভালোও লাগছে। আবার এক্সাইটমেন্টও কাজ করছে। দর্শক কীভাবে নেবে, তার জন্য একটা টেনশনও আছে। সব মিলিয়ে মিশ্র অনুভূতি কাজ করছে। আর সিনেমাটা মানুষ নানা কারণেই দেখবে। কেউ প্রেম করলেও সিনেমাটা দেখতে হবে, প্রেম না করলেও দর্শক সিনেমাটা দেখবে।’
শবনম বুবলী ও আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন আসিফ আহসান খান, দীপক সুমন, ফখরুল বাসার মাসুম, মিলি বাসার, আশরাফ, জোযন মাহমুদ, মো. সারওয়ার শুভ, শারমিন শর্মী, রেজাউর রাহমান রাজুসহ অনেকে।
শুক্রবার দেশের ৫০টির বেশি সিনেমা হলে দেখা যাবে ‘তালাশ’।