ভিকির পরিচালনায় আত্মহত্যার কারণ খুঁজবেন নিশো!
শহরজুড়ে আত্মহত্যা করছেন অনেকেই। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা, তার কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। নাটকের এমন গল্পে সেই কারণ খোঁজার দায়িত্ব নেবেন স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নিজের গল্পে এমনই একটি ডার্ক থ্রিলারে অভিনয় করেছেন নিশো।
জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের চিত্র্যনাট্য ও পরিচালনায় ‘কুয়াশা’ শিরোনামের এই নাটকে প্রথম বারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
নাটকটি প্রসঙ্গে আজ সোমবার দুপুরে এনটিভি অনলাইনকে ভিকি জাহেদ জানিয়েছেন, ‘নিশো ভাইয়ের গল্পে প্রথম বার কাজ করলাম। গল্পটি বেশ ভিন্নধর্মী, এ ধরনের গল্পে কাজ হয়নি। নাটকের গল্প আগেই বলা ঠিক হবে না। তবে যাঁরা আমার নির্মাণ পছন্দ করেন, তাঁরা উপভোগ করবেন; গল্পের শেষে একটা বার্তা পাবেন বলতে পারি।’
নাটকটি দর্শক কেন দেখবেন, এমন প্রশ্নে নির্মাতার উত্তর, ‘প্রায়ই বলতে শুনি, নাটকে একই জুটি নিয়ে কাজ হয়। কিন্তু এই নাটকে একেবারেই নতুন জুটি। এ ছাড়া বলতে পারি, গল্পের কারণেই নাটকটি দেখবেন দর্শক।’
‘কুয়াশা’ নাটকটি প্রসঙ্গে অভিনেতা আফরান নিশোর ভাষ্য, ‘এই গল্পের ভাবনাটা আমার। চলার পথে বিভিন্ন ঘটনাই দেখে থাকি আমরা, সেসব চিন্তা-ভাবনা থেকে কিছু গল্প মাথায় আসে। আমার ভাবনাকে চিত্রনাট্যে রূপ দিয়েছে ভিকি। এখানে আমার চরিত্র এসবি অফিসার; যার একই অঙ্গে দুই রূপ। এর বেশি আর কিছু বলবে না, দর্শক দেখার পরই বুঝবেন। আর তানহার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দর্শক নতুন এ জুটির কাজ পছন্দ করবেন, আশা করি।’
আসন্ন পবিত্র ঈদুল আজহার আয়োজনে ‘কুয়াশা’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।