‘মাথা উঁচু করে দাঁড়িয়ে’ নুসরাতের বিশেষ বার্তা!
কয়েক দিন ধরে আলোচনায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। আলোচনার কারণ, ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার এবং অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন।
এমন পরিস্থিতিতে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে নুসরাত জাহান ক্যাপশন জুড়েছেন, ‘যেখানে দাঁড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে।’ এই বক্তব্যের মাধ্যমেই কি যাবতীয় বিতর্কের জবাব দিলেন অভিনেত্রী-সাংসদ? এমনটা ভাবছেন তাঁর অনেক অনুরাগী। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ ফ্রক ও সাদা টপ পরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন নুসরাত। হলুদ রং যে ভালোবাসেন, তা চিহ্ন দিয়ে প্রকাশও করেছেন।
গত ৭ জানুয়ারি ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নুসরাত জাহানের বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে নুসরাতের সঙ্গে রাজস্থান ভ্রমণ ও প্রেমের গুঞ্জন প্রসঙ্গে যশ দাশগুপ্ত বলেছেন, ‘আমি প্রতি বছর সড়কপথে রাজস্থানে যাই। যে কেউ সেখানে ভ্রমণ করতে পারেন, তাই না? এবং যত দূর জানি নুসরাত বিবাহিত, তাঁর ব্যক্তিগত সমস্যা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞেস করুন।’
৮ জানুয়ারি ছিল নুসরাতের জন্মদিন। এ দিন সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত বলেছিলেন, ব্যক্তিগত কারণে তিনি ও নিখিল আলাদা থাকছেন। তাতে তৃতীয় ব্যক্তির কোনোরকম ভূমিকা নেই। নিখিলের সঙ্গে আপনার দূরত্বের খবর কতটা ঠিক? এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ‘আমি কোনো ব্যক্তিগত বিষয়ে কমেন্ট করব না। কাজ নিয়ে কথা বলব, বাড়ির বিষয়ে নয়।’
গতকাল আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জাহান ইনস্টাগ্রামে নিজের পোস্ট প্রসঙ্গে বলেন, ‘কার সঙ্গে থাকব, কার সঙ্গে ছবি পোস্ট করব ব্যক্তিগত অ্যাকাউন্টে, সেটা একান্তই আমার সিদ্ধান্ত। সেটা তো সকলের সামনেই রয়েছে। আর সোশ্যাল মিডিয়া তো জীবন নয়।’
আর রাজস্থানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ঘুরতে যাওয়া প্রসঙ্গে নুসরাতের ভাষ্য, ‘আমি রাজস্থানে গিয়েছিলাম। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন আমার সঙ্গে অজমের গিয়েছিল। যাদের অজমের যাওয়ার ইচ্ছে থাকে, আমাকে বলে, আমি নিয়ে যাই।’
দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত জাহান।
যা হোক, আপতত কাজে মন দিতে চান নুসরাত জাহান। খুব শিগগিরই মুক্তি পাবে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’। এতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত। এতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবিটি ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে।