মাদককাণ্ড : এনসিবি কর্মকর্তাকে যা বলেছেন অশ্রুসিক্ত শাহরুখ
প্রমোদতরী মাদককাণ্ডে গত বছর দীর্ঘ ২৮ দিন জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ। তাঁকে সম্প্রতি বেকসুর খালাস দিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
আরিয়ান ইস্যুতে যখন পুরো ভারত উত্তাল ছিল, তখন নীরব ছিল সুপারস্টার শাহরুখ খান ও তাঁর পরিবার।
টাইমস অব ইন্ডিয়ার খবর, সম্প্রতি এনসিবির ডেপুটি ডিরেক্টর সঞ্জয় সিং একটি নিউজ পোর্টালকে জানিয়েছেন, আরিয়ান যখন জেলে ছিলেন, তখন শাহরুখ তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তিনি শাহরুখের সঙ্গে তাঁর কথোপকথনের কথা স্মরণ করে জানিয়েছেন; শাহরুখ অশ্রুসিক্ত হয়ে সঞ্জয়কে বলেছিলেন, ‘আমাদের এত বড় অপরাধী বা দানব হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা সমাজকে ধ্বংস করতে বেরিয়েছে। প্রত্যেকটা দিন আমাদের জন্য খুব কঠিন ছিল।’
২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। নিম্ন আদালত বারবার তাঁর জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বোম্বে হাইকোর্ট জামিন দেন আরিয়ানকে। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান।