মাদক মামলায় জেরার পর শাহরুখপুত্র গ্রেপ্তার
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটি দাবি করেছে। যদিও এ প্রসঙ্গে বিস্তারিত কোনও তথ্য জানায়নি গণমাধ্যমটি। এরই মধ্যে ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ খান। তিনি এনসিবি কার্যালয়ে হাজির হয়েছেন।
এনসিবির এক সূত্রের বরাতে এর আগে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ দাবি করে, আরিয়ান খানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাঁর হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করে দেখা গেছে, তিনি নিয়মিত মাদক ক্রয় করতেন এবং মাদক গ্রহণ করতেন।
বার্তা সংস্থা এএনআই এক টুইটার বার্তায় জানায়, মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে গতকাল রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।