মার্চের শেষ দিন, প্রত্যক্ষদর্শী নারীর বর্ণনায় ‘আশাবলি’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ নাটক প্রচার করতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক ‘আশাবলি’।
মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম ও সাফা কবির। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কে আজাদ সেতু, আশরাফুল আশীষ, শেখ মাহাবুবুর রহমান, মিলি মুন্সি প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন কাজী রিটন।
নাটকটি সাজানো হয়েছে একটি সত্য গল্পের আশ্রয়ে। ১৯৭১ সালের মার্চের একদম শেষ দিন। বর্তমান নওগাঁ জেলার রাণীনগর থানার সার্কেল অফিস ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন তখনকার প্রত্যক্ষদর্শী এক নারী। তাঁর বর্ণনাকে কেন্দ্র করে এই গল্প তৈরি হয়েছে। সেই গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।
নাটকটি প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘এমন একটি গল্প নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি, নাটকের মাধ্যমে দর্শক আমাদের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বিস্তর ধারণা পাবেন।’