মাহির এক রাতের গল্প, এক রাতেই শুট
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘এইডা কপাল!’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। তরুণ পরিচালক রায়হান রাফির পরিচালনায় যেটি গতকাল (২৫ জুন) ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পেয়েছে।
ওয়েব ফিল্ম প্রসঙ্গে মাহিয়া মাহির ভাষ্য, ‘এটি এক রাতের গল্প। এক রাতেই এর দৃশ্যধারণ হয়েছে। এক বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে চলচ্চিত্রটির কাহিনি।’
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গল্পটি এমন, মাহি কিছুতেই বুঝে উঠতে পারেন না তাঁর জীবনে কী ঘটতে যাচ্ছে। চলার পথে তিনি শুধু উপলব্ধি করেন, যাকেই তিনি বিশ্বাস করেছেন, সে-ই পেছন থেকে তাঁকে আঘাত করতে উদ্যত। এ কোন দুনিয়ায় বসবাস তাঁর!
মাহিয়া মাহি ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন শাহেদ আলী, ফরহাদ লিমন, হারুনুর রশীদ এবং একটি বিশেষ চরিত্রে চিত্রনায়ক ইমন। মাহিয়া মাহি ও জাহিদ হাসান অভি প্রযোজিত ‘এইডা কপাল!’-এর নির্বাহী প্রযোজক রাফায়েল আহসান। রয়েছে একটি মৌলিক গান। তৈরি করেছেন নাভেদ পারভেজ। গানটির র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন সিএফডি।