মাহির বদলি হিসেবে যোগ দিলেন পরী
সব ঠিকঠাক ছিল। হুট করেই নায়িকা মাহিয়া মাহি জানিয়ে দিলেন শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মের কাজ করতে পারছেন না তিনি। নতুন নায়িকা নিয়ে ওয়েব ফিল্মটির শুট শুরু করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
সেই নায়িকা ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। গতকাল শুক্রবার থেকে শুটিংও শুরু হয়েছে ওয়েব ফিল্মটির। আজ শনিবার অন্তর্জালে এই তথ্য জানিয়েছেন নির্মাতা।
জানা গেছে, গল্পে পরী অভিনয় করছেন বড়লোকের মেয়ের চরিত্রে; গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পরী। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর। এভাবেই গল্প এগিয়ে যাবে।
কমল চৌধুরীর গল্পে ওয়েব ফিল্মটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজে। এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে।
এর আগে এনটিভি অনলাইনকে চয়নিকা চৌধুরী জানিয়েছিলেন, ‘আমরা ৮ দিন ঢাকার আশপাশে শুট করব। আশা করছি, দর্শক ভালো একটি কনটেন্ট উপভোগ করবেন।’