মাহি বলছেন দুবছর আগে বিচ্ছেদ, স্বামী বলছেন এখনও হয়নি
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি রোববার দিবাগত রাতে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন। সেই খবর নিশ্চিতও করেছিলেন সংবাদকর্মীদের। তবে কী কারণে আর কবে বিচ্ছেদ হয়েছে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে, তা নিয়ে মুখ খোলেননি গতকাল।
তবে আজ সোমবার দেশের একটি গণমাধ্যমকে মাহি জানিয়েছেন, ‘প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। ব্যাপারটা দুই পরিবার ছাড়া কেউ জানত না। অপু (সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু) সম্পর্কটা ধরে রাখতে চাইত। সে চেয়েছিল ঘটনাটি প্রকাশিত না হোক। সে ভেবেছিল, হয়তো একসময় সব ঠিক হয়ে যাবে।’
যদিও গতকাল বিকেলে এনটিভি অনলাইনের কাছে পারভেজ মাহমুদ অপু দাবি করেছিলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে, তবে এখনও আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়াইনি। তাঁর ভাষ্যটা এমন, ‘এখনও আইনি প্রক্রিয়ায় যাইনি। দুজনের কথাবার্তা চলছে। সব গুছিয়ে আমরা প্রক্রিয়ায় যাব। এখন শুধু সিদ্ধান্ত...।’
দুবছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে মাহি দাবি করলেও এত দিন অন্তর্জালে সাবেক স্বামীর সঙ্গে একাধিক অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছেন এবং একাধিক অনুষ্ঠানেও এ যুগলকে একসঙ্গে হাজির হতে দেখা গেছে।
গতকাল এনটিভি অনলাইনকে এক খুদে বার্তায় বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মাহি বলেছিলেন, ‘পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার থেকে আমি আলাদা হয়ে গেছি। এর বেশি কিছু বলার নেই।’
২০১৬ সালের ২৫ মে মাহি-অপু জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন করেন।