মা নেই, এবার সেই মায়ের চরিত্রে অভিনয় করব : পরী
‘মা’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরী মণি। ১৯৭১ সালে কুমিল্লা-চট্টগ্রাম এলাকার একটি সত্য ঘটনাকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করছেন ছোটপর্দার নির্মাতা অরণ্য আনোয়ার। যেখানে সাত মাস বয়সী এক সন্তানের মায়ের ভূমিকায় দেখা যাবে পরী মণিকে। তাঁর চরিত্রের নাম বীণাপাণি বড়ুয়া।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে নির্মাতা অরণ্য আনোয়ার বলেছেন, ‘পরীর চলতি বছরে কোনো শিডিউল ছিল না। কিন্তু, সিনেমার প্রয়োজনে অক্টোবরে আমাদের দুদিনের শিডিউল দিয়েছে। বাকী শুটে পরী অংশ নেবে জানুয়ারিতে। তবে, অক্টোবরে সিনেমাটির আউটডোরের দৃশ্যধারণ হবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমার গল্পে দেখা যাবে সাত মাস বয়সী একটি শিশুর অসুখে মৃত্যু হওয়ার পর তার মা তা কোনোভাবেই মানতে পারেননি। মৃত সন্তানকে বুকে আগলে রাখেন; সমাহিত করতে দেন না। সে সংকটের সঙ্গে ধর্মীয় গোঁড়ামি এবং সমাজ ব্যবস্থার গল্প উঠে আসবে সিনেমায়।
সিনেমাটি প্রসঙ্গে পরী মণির ভাষ্য, ‘গল্প আমার খুবই পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমার কাজ করা হয়নি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করব। আশা করছি, নিজেকে ভাঙতে পারব।’
সিনেমাটি প্রযোজনা যৌথভাবে করবেন পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।