মা হতে চলেছেন সোনম কাপুর
সুখবর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মা হতে চলেছেন তিনি। বেবি বাম্পের ছবি অন্তর্জালে শেয়ার করে নিজেই দিলেন এই সুখবর।
ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে সোনম কাপুর লিখেছেন, ‘চার হাত তোমাকে বড় করার জন্য, নিজেদের সর্বোচ্চ দিয়ে। যারা একসঙ্গে চলবে তোমার প্রতি পদক্ষেপে। যারা তোমাকে ভালোবাসা দেবে, তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর তর সইছে না।’
ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম কাপুর। বেবি বাম্পের উপরে হাত রেখেছেন এ যুগল।
বলিউড বাবলের খবর, নতুন এ যাত্রায় দম্পতিকে স্বাগত জানিয়েছেন পরিবারের সদস্য অংশুলা কাপুর, খুশি কাপুর, তাঁর মা সুনীতা কাপুর, করণ বুলানিসহ অনেকেই।
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। সোনম লন্ডনে বাড়ি করে স্থায়ী হয়েছেন। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমন্বয়ের প্রয়োজনে তিনি মুম্বাই ও যুক্তরাজ্যে যাওয়া-আসা করেন। আগামীতে তাঁকে ‘ব্লাইন্ড’ সিনেমায় দেখা যাবে।